ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৮ লাখ ৪৫ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৫  
পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৮ লাখ ৪৫ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন দ্রুত বাড়ছে। 

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী ভোটার অ্যাপটিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ১০মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, মোট নিবন্ধনকারী প্রবাসী ভোটারের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৭০৪ জন।

দেশভিত্তিক নিবন্ধনের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন প্রবাসী বাংলাদেশি। এরপর কাতার থেকে নিবন্ধন করেছেন ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে ৪৬ হাজার ৫৯২ জন, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৬ হাজার ৪৮৫ জন ভোটার।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট থেকে বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়।

ইসি সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে আরো উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার এই ব্যবস্থার আওতায় নিবন্ধন করবেন।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়