ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুর-৪ আসনে জাপার টিকিট পেলেন আলোচিত রায়হান জামিল

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৮ ডিসেম্বর ২০২৫  
ফরিদপুর-৪ আসনে জাপার টিকিট পেলেন আলোচিত রায়হান জামিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলোচিত মুফতি রায়হান জামিল। গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে নিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে আসছেন। তৃণমূল পর্যায়ে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সামাজিক কর্মকাণ্ড বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি তাকে ‘লাঙ্গল’ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

এ বিষয়ে রায়হান জামিল বলেছেন, “জনগণের আস্থাই আমার মূল শক্তি। আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। লাঙ্গল প্রতীক পাওয়ায় আমার সেই সেবার পরিধি আরো বাড়ানোর সুযোগ তৈরি হলো। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। পাশাপাশি নির্বাচনি প্রচার সরঞ্জাম ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে তার চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার ঘটনাগুলোও মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়