ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৮ ডিসেম্বর ২০২৫  
অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে আটক ভারত ফেরত নারী ও পুরুষ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দালালের মাধ্যমে অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি সীমান্ত থেকে নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিষন বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

বিজিবি সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ১৬ বিজিবির অধীনস্থ বিভিষন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১-আর হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবির টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দূরে গ্রামের হায়দার সরদার (২৩)।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতরা ভারতের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ফিরছিলেন। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

তিনি আরো জানান, সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব প্রকার চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ও সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়