ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজদিখান বাজারে মধ্যরাতের আগুনে পুড়ল ৮টি দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৮ ডিসেম্বর ২০২৫  
সিরাজদিখান বাজারে মধ্যরাতের আগুনে পুড়ল ৮টি দোকান

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় শনিবার মধ্যরাতে আগুন লাগে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আগুন লেগে অন্তত আটটি দোকান পুড়ে গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরো তিনটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান থানা পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির হিসাব তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। 

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়