ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রতিধ্বনি গল্প পুরস্কার’ পেলেন রোমেল রহমান

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৫১, ২৮ ডিসেম্বর ২০২৫
‘প্রতিধ্বনি গল্প পুরস্কার’ পেলেন রোমেল রহমান

সাহিত্য-শিল্প-সংস্কৃতি বিষয়ক জার্নাল প্রতিধ্বনি  আয়োজিত ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’ পেলেন লেখক ও গল্পকার রোমেল রহমান। ‘আদি কথনভঙ্গিতে সামষ্টিক স্বরে লৌকিক বাংলা গদ্যে মানুষের সহজাত প্রকৃতিকে প্রতিকৃত করার নিপুণতার জন্য’ রোমেল রহমানের ‘কুরছিয়ানা’ গল্পকে পুরস্কৃত করা হয়।

প্রতিধ্বনির সম্পাদক কবি সাখাওয়াত টিপু জানান, প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এ গল্প জমা পড়েছে ৩ শতাধিক। সংবেদনশীল ইচ্ছা, নিবিড় শৈল্পিক আকাঙ্ক্ষা ও নিরপেক্ষ পদ্ধতিতে বিচারকগণ তিনটি স্তরে নামহীনভাবে গল্পগুলো বেশ কয়েকবার পাঠ করে প্রাক-বাছাইয়ে ১০৭টি গল্প নির্বাচন করেছেন। প্রাথমিক বাছাইয়ে ছিল ৫০টি গল্প। সেখান থেকে প্রাক-দীর্ঘ তালিকায় ছিল ২০টি গল্প। চূড়ান্তভাবে দীর্ঘ তালিকার জন্য ১০টি অনন্য গল্প বাছাই করেছেন বিচারকগণ। দীর্ঘ তালিকা থেকে বাছাই ৫টি গল্পের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয় ২৮ নভেম্বর ২০২৫। এবারের পুরস্কারের চূড়ান্ত বিচারক ছিলেন দ্বিভাষিক লেখক ও সমালোচক পলাশ মাহমুদ।

আরো পড়ুন:

উল্লেখ্য, ‘নতুন গল্পের সন্ধানে’ শিরোনামে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক জার্নাল প্রতিধ্বনি আয়োজন করেছিল ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’। প্রতিধ্বনির এটি প্রথম আয়োজন। পুরস্কারটি বিশ্বব্যাপী বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাভাষী লেখকদের জন্য উন্মুক্ত ছিল। পুরস্কারের লক্ষ্য ছিল মৌলিক ও সৃজনশীল গল্পকে স্বীকৃতি দেওয়া এবং বাংলা সাহিত্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়