ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিব্রত বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৩০ ডিসেম্বর ২০২৫  
স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিব্রত বিএনপি

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন দলীয় প্রার্থীদের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে বহু আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিব্রত অবস্থায় পড়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, একই আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকলে ভোট বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বী দল লাভবান হতে পারে- এ আশঙ্কা থেকেই বিএনপি এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে। ঝুঁকি এড়াতে বিএনপি এবার বেশ কিছু আসনে বিকল্প প্রার্থী রেখেছে। বয়োবৃদ্ধ, অসুস্থতা কিংবা ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। 

গুলশান কার্যালয় সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়নপত্রে ‘সংযুক্তি-১’ থাকলে তিনি প্রাথমিক চূড়ান্ত প্রার্থী এবং ‘সংযুক্তি-২’ থাকলে তিনি বিকল্প প্রার্থী। বিকল্প প্রার্থীদের কাছ থেকে প্রয়োজনে মনোনয়ন প্রত্যাহারের অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।

যেসব আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঢাকা-১২ আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অথচ এ আসনে বিএনপি সমর্থন দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, যেখানে দলীয় প্রার্থী তাসভীর উল ইসলাম।

চাঁদপুর-৪ আসনে মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান এবং চাঁদপুর-২ আসনে তানভীর হুদা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও দলীয় প্রার্থী করা হয়েছে নূরুল ইসলামকে।

বরিশাল-৩ আসনে মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের প্রায় সবকটিতেই একাধিক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

সিলেট-২ আসনে দলীয় প্রার্থী তাহসিনা রুশদী লুনার পাশাপাশি তার ছেলে আবরার ইলিয়াস স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নাটোর-১, বরিশাল-১, নড়াইল-২, নোয়াখালী-৬সহ দেশের বিভিন্ন আসনে আরো অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী বিএনপির রাজনীতির ভেতরের বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রস্তুত রাখা হয়েছে পৃথক বিকল্প প্রার্থী। এছাড়া কুমিল্লা-১, ঢাকা-৩, বগুড়া-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৪, সুনামগঞ্জ-১ ও ২ এবং মুন্সীগঞ্জ-২ আসনেও অসুস্থতা ও আইনি জটিলতার কারণে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়