ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির হুমকিতে আ.লীগ ভীত নয় : সৈয়দা সাজেদা

শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৮ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির হুমকিতে আ.লীগ ভীত নয় : সৈয়দা সাজেদা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সৈয়দা সাজেদা (ছবি : শাহীন)

মাগুরা প্রতিনিধি : জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘আন্দোলন কত প্রকার কী কী, আওয়ামী লীগ তা জানে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও উজ্জ্বীবিত রয়েছে। যে কারণে আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না।’

মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘জনগণ শেখ হাসিনাকে ৫ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। যে কারণে বর্তমান সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে।’

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সাজেদা চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস আছে কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল। যে কারণে বিএনপির সঙ্গে কোন সমঝোতা বা সংলাপ নয়।’
 
ধর্ম নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আর ধর্মীয় বিষয়ে তার বক্তব্যের বিচার আল্লাহ করবেন।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের প্রাক্কালে বুধবার দুপুরে মাগুরা সার্কিট হাউজে রাইজিংবিডিকে এসব কথা বলেন সৈয়দা সাজেদা চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখরসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।




রাইজিংবিডি/মাগুরা/৮ অক্টোবর ২০১৪/শাহীন/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়