দেশে ফিরেছেন এরশাদ
কামাল || রাইজিংবিডি.কম
বিমানবন্দরে আসার পর এরশাদ
নিজস্ব প্রতিবেদক : ভারতে চার দিনের ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত মঙ্গলবার সকালে এরশাদ ভারতে যান। ব্যক্তিগত সফরে এরশাদ ভারতের কোচবিহারে অবস্থানরত ভাতিজা এবং জয়পুরে এক বন্ধুর ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলে দলটির নেতারা জানান। তবে এ সফর নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
ভারতে এরশাদের সফরসঙ্গী ছিলেন তার একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।
এরশাদকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, এস এম আবদুল মান্নান, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, তাজ রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৫/কামাল/বকুল
রাইজিংবিডি.কম