ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়ুপথে রক্ত পড়লেই ক্যান্সার নয়, কারণ জানুন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০৯, ২৫ আগস্ট ২০২৪
পায়ুপথে রক্ত পড়লেই ক্যান্সার নয়, কারণ জানুন

ছবি: প্রতীকী

মলত্যাগের পর পায়ুপথে রক্তপাত হলেই অনেকে ধারণা করেন ক্যান্সার বা পাইলস রোগ হয়েছে। শুধুমাত্র ক্যান্সারের কারণেই রক্তপাত হয় না। এর বেশ কিছু সাধারণ কারণ রয়েছে। রোগ ভেদে রক্তপাতের লক্ষণগুলোও আলাদা হয়ে থাকে। যেমন কখনো কখনো রক্তপাতের সঙ্গে পায়ুপথে ব্যথা অনুভব হতে পারে। আবার কোনো কোনো রোগী ব্যথা অনুভব নাও করতে পারেন। 

জেনারেল হাসপাতাল, ধানমণ্ডি-এর জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডা. আনহারুর রহমান বলেন, ‘পায়খানার সঙ্গে রক্ত পড়ে এবং পায়ুপথে ব্যথা অনুভব হয়— এই সমস্যা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগার কারণে হতে পারে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে তাই হয়। যদি টলটলে রক্ত বের হয় এবং এর সঙ্গে রোগী কোনো ব্যথা অনুভব না করেন, এই রোগ পাইলস রোগের জানান দেয়। কোলন ক্যান্সার হলেও রক্তপাত হতে পারে। এ ছাড়া মলদ্বারে টিউমার হলেও পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে।’

আরো পড়ুন:

আনহারুর রহমান আরও বলেন, ‘রক্তের রং যদি টলটলে হয় তাহলে বুঝতে হবে মলাশয়ের একদম নিচের দিক থেকে রক্ত যাচ্ছে। পায়খানার রং যদি কালো হয় এবং এর সঙ্গে রক্ত যায় তাহলে বুঝতে হবে এই রক্ত খাদ্যনালীর নিচের অংশ থেকে আসছে। অর্থাৎ খাদ্যনালীতে কোনো কারণে ব্লিডিং হলে পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে। রক্তপাতের সঙ্গে পায়খানার রং কালো হলেও অনেকে আতঙ্কগ্রস্ত হন। মল বা পায়খানা কালো হওয়ারও অনেক কারণ রয়েছে। লাল রঙের খাবার বেশি গ্রহণ করা হলে পায়খানার রং কালো হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গাজর, বেদেনা, লালশাক, রং মেশানো ড্রিঙ্কস এবং অধিক পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার বা ওষুধ পায়খানার রং কালো করে দেয়।’

পায়খানার সঙ্গে রক্ত পড়লেই ক্যান্সার হয়েছে বলে ভয় পাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়