ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্রাবের রং কেন হলুদ

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:০৭, ২ নভেম্বর ২০২৪
প্রস্রাবের রং কেন হলুদ

ছবি: প্রতীকী

সাধারণত পর্যাপ্ত পানি পান না করলে প্রস্রাবের রং হলুদ হয়। কিন্তু কারও কারও ক্ষেত্রে পর্যাপ্ত পানি পান করার পরেও প্রস্রাবের রং হলুদ হয়। চিকিৎসকেরা বলছেন, পর্যাপ্ত পানি পান করার পরেও প্রস্রাব হলুদ হওয়া মোটেও স্বাভাবিক লক্ষণ নয়। 

নেচার মাইক্রোবায়োলজির তথ্য, পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরেও প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে। এর জন্য দায়ী লিভারে উপস্থিত ‘বিলিরুবিন’ নামক একটি উৎসেচক। এ ছাড়া ইউরোবিলিরুবিন-এর জন্যও প্রস্রাবের রং হলুদ হতে পারে বলে জানিয়েছেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেল বায়োলজি অ্যান্ড মলিকিউলার জেনেটিক্‌স’ বিভাগের অধ্যাপক ব্রান্টলে হল এবং তার সহকর্মীরা।

আরো পড়ুন:

তারা বলছেন, প্রস্রাবের রঙের সঙ্গে লোহিত রক্ত কণিকার যোগাযোগ রয়েছে। বিপাকের সময়ে অন্ত্রে বিলিরুবিন উৎসেচকটির অবশিষ্টাংশ থেকেই ইউরোবিলিরুবিন-এর জন্ম হয়। 

আরও যেসব কারণে প্রস্রাবের রং হলুদ হয়

অন্ত্রের রোগ

পিত্তথলির রোগ

লিভার সংক্রান্ত কোনো রোগ

পর্যাপ্ত পানি পান করার পরেও যদি প্রস্রাবের রং হলুদ হয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে যদি গাঢ় হলুদ প্রস্রাব হয় এবং পিঠে ব্যথা অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কারণ পিঠে ব্যথা কিডনিতে পাথর বা মূত্রনালীর সংক্রমণের উপসর্গ হতে পারে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়