ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্ধ হয়ে গেল ভারতীয় পেঁয়াজ আমদানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৫ মার্চ ২০২৩  
বন্ধ হয়ে গেল ভারতীয় পেঁয়াজ আমদানি

সরকার ইমপোর্ট পারমিট (আইপি) না দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে বন্ধ হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি। এদিকে, আমদানির শেষ দিন ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে শতাধিক ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কার্যালয়ের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ‘ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও (স্ট্যাটুটারি রুলস অ্যান্ড অর্ডার) এর মাধ্যমে পেঁয়াজ আমদানি করত। তবে ১৫ মার্চের পর সেটা আর থাকছে না।’

সোনামসজিদ বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন বলেন, ‘প্রতি বছর পেঁয়াজ আমদানির জন্য সরকারের মার্চের ১৫ তারিখ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ থাকে। আজকের পর থেকে সেই মেয়াদ না থাকায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবেন না। সরকার নতুন করে আইপি দিলে তারপর আমদানি করা যাবে।’

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়