‘কন্যাশিশুর সুরক্ষায় বাল্যবিয়ে শূন্যে নামাতে হবে’
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছেন। কন্যাশিশুর প্রতি সব বৈষম্য দূর করতে হবে। কন্যাশিশুদের সুরক্ষায় বালবিয়ে শূন্যে নামাতে হবে। বলপূর্বক বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা পালনে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো নাসির উদ্দিন ও বালাজান নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরুল ইসলাম। পরে শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ বই বিতরণ করা হয়।
কেয়া/ মাসুদ