ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে আ.লীগের কার্যালয়ে আগুন

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৩ ডিসেম্বর ২০২৩  
নাটোরে আ.লীগের কার্যালয়ে আগুন

নাটোর শহরে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডে ভিতরে থাকা চেয়ারসহ আসবাবপত্র পুড়ে গেছে। কে বা কারা অফিসে আগুন দিয়েছে জানা না গেলেও স্থানীয় নেতারা একে নাশকতা বলছেন।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ অগ্নিকাণ্ডে ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা জানতে পারি, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা অফিসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। আমাদের অফিসের বিদ্যুতের লাইন অন্য ঘর থেকে নেওয়া। রাতে অফিসের বিদ্যুতের লাইন বন্ধ থাকে। নাশকতা করার জন্য অফিসে আগুন দেওয়া হয়েছে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে। 

এ ঘটনার তদন্ত করে নাশকতাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়