ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

সেট টপ বক্সের উচ্চমূল্যে দুশ্চিন্তায় ক্যাবল টিভির গ্রাহকরা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২১:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২২
সেট টপ বক্সের উচ্চমূল্যে দুশ্চিন্তায় ক্যাবল টিভির গ্রাহকরা

ফাইল ফটো

টেলিভিশনে স্যাটেলাইট চ্যানেল দেখতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। এ খবর শুনে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় ক্যাবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করেন রাজধানীর দয়াগঞ্জের বাসিন্দা আফরোজা খাতুন। তাকে জানানো হয়, সেট টপ বক্সের দাম ৪ হাজার টাকা। দাম শুনে দুশ্চিন্তায় পড়েছেন আফরোজা খাতুন। তার মতোই চিন্তিত অনেক নিম্ন আয়ের মানুষ। এত টাকা দিয়ে সেট টপ বক্স কিনতে অনীহা প্রকাশ করেছেন তারা।   

আফরোজা খাতুন বলেছেন, ‘১ থেকে ২ হাজার টাকা দাম হলে টপ বক্স কিনতাম। অল্প আয়ের মানুষের পক্ষে এত দাম দিয়ে টপ বক্স কেনা সম্ভব নয়। ক্যাবল অপারেটররা ব্যবসা করে, তাই তাদেরকে বিনামূল্যে এ বক্স সরবরাহ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় আমরা বাড়তি চাপে আছি। ডিজিটাল সেট টপ বক্স টাকা দিয়ে সংগ্রহ করব না। অপারেটররা টপ বক্স দিলে টিভি দেখব, না হলে দেখব না।’  

রাজধানীর রায়েরবাগের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, ‘৪ হাজার টাকা দিয়ে ডিজিটাল সেট টপ বক্স কেনার সামর্থ্য কয়জনের আছে? ক্যাবল অপারেটরদের বিনামূল্যে এ বক্স সরবরাহ করা উচিত। এ বক্স সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। আমি টাকা দিয়ে টপ বক্স কিনব না।’

রাজধানীর যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, রায়েরবাগ এলাকার একাধিক ক্যাবল অপারেটর জানান, সেট টপ বক্স কেনার বিষয়ে গ্রাহকদের তেমন আগ্রহ নেই। গত ১ ফেব্রুয়ারি গ্রাহকদের ডিজিটাল সেট টপ বক্স বসানোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু গ্রাহকরা ৪ হাজার টাকা দিয়ে কিনতে চাইছেন না। অপারেটরদের পক্ষেও এত টাকার জিনিস গ্রাহকদের বিনামূল্যে দেওয়া সম্ভব নয়। গ্রাহকরা যদি টপ বক্স না কেনে এবং সরকারের পক্ষ থেকে যদি চাপ দেওয়া হয়, তাহলে ব্যবসা ছেড়ে দিতে হবে।

রায়েরবাগের ডিস ব্যবসায়ী মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে ডিজিটাল সেট টপ বক্সের সংকট আছে। সেট টপ বক্স আমদানি করতে দুই থেকে তিন মাস সময় লাগবে। এজন্য আমাদের আরও সময় দিতে হবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশে ক্যাবল টিভির গ্রাহক প্রায় ৪ কোটি। টেলিভিশন সেবা খাতকে ডিজিটাল করা এবং রাজস্ব আদায়ে সেট টপ বক্সের ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ বলেছেন, ‘ঢাকা ও চট্টগ্রামে প্রায় ৫০ লাখ গ্রাহক আছে। এত গ্রাহককে সেট টপ বক্সের আওতায় আনতে সাত থেকে আট মাস সময় লাগবে। সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে, তা শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। দেশে এখন পর্যন্ত ৫ লাখের মতো সেট টপ বক্স বসানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রাহক যেখান থেকে ক্যাবল কানেকশন নিয়েছে, সেখান থেকেই সেট টপ বক্স নিতে হবে। ওই প্রতিষ্ঠানগুলোকে সেট টপ বক্স নিতে হবে কোয়াবের কাছ থেকে। এর বাইরে কোনো স্থান থেকে কেনা যাবে না। ৯৫ শতাংশ সেট টপ বক্স চীন থেকে আমদানি করা হয়।’

বেঙ্গল কমিউনিকেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ওমর ফারুক বলেছেন, ‘ডিজিটাল সেট টপ বক্স বসিয়ে গ্রাহকদের সার্ভিস দিচ্ছি। সরাসরি সংযোগের আওতায় প্রায় ৯০ শতাংশ গ্রাহক সেট টপ বক্স নিয়েছেন। এসব গ্রাহক মূলত উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানী ও বারিধারার।’

ইউনাইটেড কমিউনিকেশন সার্ভিসের (ইউসিএস) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোশাররফ আলী বলেছেন, ‘ডিস লাইন পদ্ধতিতে ধাপে ধাপে চ্যানেল কমিয়ে আনলে একসময় সব গ্রাহক ডিজিটাল টপ বক্স কিনবে। ডিস গ্রাহকের চাহিদা তৈরি হবে তখন, যখন বিকল্প থাকবে না।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) খাদিজা বেগম বলেছেন, ‘সরকার সব ক্ষেত্রকে ডিজিটালাইজ করছে। ক্যাবল টিভি সেবা ডিজিটাল হলে গ্রাহকরাও উন্নত সেবা পাবেন। সরকারের রাজস্ব ও টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানোর সুযোগও তৈরি হবে।’

তিনি বলেন, ‘যখন একটা সিস্টেম অ্যানালগ থেকে ডিজিটাল করা হবে, তখন দর্শকদের সে সিস্টেমের মধ্যে আসতে হবে। এটা বাধ্য করার কোনো বিষয় না।’

সেট টপ বক্স কী?
সেট টপ বক্স হলো এমন এক রিসিভার যা ক্যাবল টিভির গ্রাহক প্রান্তে থাকে। এই রিসিভার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এতে গ্রাহক ঝকঝকে ছবি ও ভালো মানের শব্দ উপভোগ করতে পারেন।

সেট টপ বক্সে গ্রাকদের কী কী সুবিধা
গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) কোয়ালিটির পরিচ্ছন্ন অনুষ্ঠান দেখতে পাবেন। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড বা বিজ্ঞাপনমুক্ত অনুষ্ঠান দেখতে পাবেন। পছন্দমতো অনুষ্ঠান এবং চ্যানেলের তালিকা তৈরি করা হবে, যাতে দর্শক তার পছন্দের অনুষ্ঠান বা চ্যানেল সহজেই দেখতে পাবেন।’

সেট টপ বক্সে সরকারের কী কী সুবিধা
সেট টপ বক্স সংযুক্ত করার ফলে সরকার ক্যাবল অপারেটরদের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারবে। প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব পাবে সরকার।

সেট টপ বক্সে কোয়াবের কী সুবিধা

মহল্লায় অনেকেই আছেন যারা ৩০টা বাসায় ক্যাবল সংযোগ দিয়ে ২০টার কথা বলেন। ডিজিটালাইজ হলে সেটা তারা করতে পারবে না।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে ক্যাবল টিভি নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৩১ মার্চের মধ্যে ক্যাবল অপারেটররা ঢাকা ও চট্টগ্রামে সব গ্রাহকের কাছে ডিজিটাল সেট টপ বক্স সুলভ মূল্যে সরবরাহ করবে। আমি ইতোমধ্যে মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে কথা বলেছি, যাতে তারা এখানে সেট টপ বক্স তৈরি করতে পারে। তারা সে উদ্যোগ নিচ্ছে। ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল করতে না পারার কারণে এ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত, তারা বঞ্চিত হচ্ছে। সরকারের প্রাপ্য ভ্যাট-ট্যাক্সও ঠিকভাবে আদায় হচ্ছে না।’

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়