‘সালমান শাহর পরিবারের সদস্যরা মরে গেলেও মামলা চালাবেন ভক্তরা’
বাংলা সিনেমার মহাতারকা সালমান শাহর মৃত্যুর বিষয়টি এখনও রহস্যময়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের পর বলেছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে, তা মানতে নারাজ সালমান শাহর পরিবার। তাদের অভিযোগ, সালমান শাহকে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু বিচারের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। পরিবার বলছে, সালমান শাহ হত্যার মামলা চলছে, চলবে। আমরা মরে গেলেও সালমান শাহর ভক্তরা মামলা চালাবে।