ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নটরডেম ও বিসিআইসি কলেজ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নটরডেম ও বিসিআইসি কলেজ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ‘কোড ভাঙা জবাব দাও’ স্লোগান নিয়ে শুরু হওয়া প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনলাইন বাছাই প্রতিযোগিতায় বিজয়ী ১৫০টি দলে মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় ১২২টি দল অংশ নেয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় কলেজ ক্যাটগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নটরডেম কলেজের তাসমিম রেজা, নিলয় দাস ও এসএম আশফাক ফয়সালের দল, রানারআপ হয় ঢাকা কলেজের রেজওয়ান আরেফিন, রবিউল ইসলাম খান, জিহারুল ইসলাম রিফাতের দল। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছে বিসিআইসি কলেজের আরমান ফেরদৌস, মো. সামিউল আমিন ও শিহাব উদ্দিনের দল এবং রানারআপ হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মামনুন সিয়াম, তারেক আবরার ও সিমান্ত শীর্ষের দল।

আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হয় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। উদ্বোধন করেন এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের বিচারক শাহরিয়ার মনজুর। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. বিলকিস জামাল ফেরদৌসী, সহকারী অধ্যাপক মোল্লা রাশেদ হোসেন, দুরন্ত টেলিভিশনের প্রধান নির্বাহী অভিজিৎ চৌধুরী।
 


উল্লেখ্য যে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও প্রথম আলো এ প্রতিযোগিতার আয়োজক।

এর আগে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের এই বার্তা পৌঁছে দিতে সারাদেশের ৬০টি স্কুল-কলেজে অ্যাক্টিভেশন, ৮টি আঞ্চলিক কর্মশালায় ১৮ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ প্রতিযোগিতার ফলাফল পাওয়া যাবে অনলাইন বিচারক প্ল্যাটফর্ম www.toph.co ঠিকানায়।
 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়