ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত প্রাথীর বক্তব্য ভাইরাল

‘দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার দরকার নাই’ 

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৪, ১৩ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার দরকার নাই’ 

সিরাজগঞ্জ-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রাথী আমির মো. মিজানুর রহমান (মাইক হাতে)।

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নfই, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামীর প্রাথী আমির মো. মিজানুর রহমানের এমন মন্তব্য করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

মিজানুর রহমানের দাবি, বক্তব্যটি দুই মাস আগের ও মূল বক্তব্য থেকে বিকৃত করে প্রচার করা হয়েছে।

আরো পড়ুন:

ভিডিওতে মিজানুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বলতে শোনা যায়, “যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই, যারা হাত তোলেন নাই, আমি বলব আজকে যদি কোরআনের মাহফিল শোনেন, কোরআনের কথা হবে। কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।”

মঞ্চের ব্যানারে দেখা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর কাশিনাথপুর আ. মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে আয়োজিত জলসা লেখা। সেখানে তিনি বক্তব্যকালে এসব কথা বলেন।

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান বলেন, “আমি দুই মাস আগে স্বরূপপুর কাশিনাথপুর দাখিল মাদরাসায় একটি ইসলামী জালসায় অতিথি হিসেবে বক্তব্য দিয়েছি। ভিডিওতে বক্তব্যটি যেভাবে কেটে জোড়া লাগিয়ে ফেসবুকে প্রচার করা হয়েছে, আমি সেভাবে বলিনি।”

তিনি বলেন, “আমি বলেছি, সবাইকে কোরআনের পথে আসা বাঞ্চনীয়। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই এটি করা হয়েছে।” তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে এই বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে, যেহেতু দলটির নামের সঙ্গে ইসলাম, সে কারণে তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বীনি আলেম তারা এ জন্যই জামায়াতে ইসলামীকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইসলামি জলসায় মানুষ কোরআন-হাদিসের আলোচনা শুনতে যায়। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয় বলে আমি মনে করি।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়