ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্যামপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৩ জানুয়ারি ২০২৬  
শ্যামপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ঢাকার শ্যামপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে জুরাইন বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রাতে ইব্রাহিম বাসায় ফেরার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তার ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পড়ে মাথায় আঘাত পান। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, তাদের বাড়ি ভোলা জেলার তমিজদ্দীন থানার দক্ষিণ খাসিরহাট গ্রামে। বর্তমানে জুরাইন বালুর মাঠে ভাড়া বাসায় থাকেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়