এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন
স্প্যানিশ ফুটবলের চিরচেনা দ্বন্দ্বে আবারও শেষ হাসি হাসল বার্সেলোনা। রবিবার দিবাগত রাতে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। এই জয়ের নায়ক রাফিনিয়া। জোড়া গোল করে যিনি ম্যাচের ভাগ্য একাই ঘুরিয়ে দেন।
ফাইনালের শুরু থেকেই ম্যাচ ছিল উত্তেজনায় ঠাসা। তবে সব আলো কেড়ে নেন রাফিনিয়া। বিশেষ করে ৭৩ মিনিটে করা তার নাটকীয় গোলটি। শট নিতে গিয়ে পিছলে পড়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু ভাগ্য যেন সেদিন বার্সার পক্ষেই ছিল। বলটি রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক বদলায়। আর বিভ্রান্ত থিবো কোর্তোয়া অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি। সেটিই হয়ে ওঠে ম্যাচ-নির্ধারণী গোল।
প্রথমার্ধের শেষটা ছিল এক কথায় পাগলাটে। বিরতির আগেই স্টপেজ টাইমে তিনটি গোল হয়- দুটি রিয়াল মাদ্রিদের, একটি বার্সেলোনার। মুহূর্তে মুহূর্তে বদলাতে থাকে ম্যাচের গতি, গ্যালারিতে উত্তেজনার পারদ চড়তে থাকে চূড়ান্ত পর্যায়ে।
বার্সেলোনার হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। রিয়ালের পক্ষে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। তবে সমতায় ফেরার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি লস ব্লাঙ্কোসদের।
চোটের কারণে সেমিফাইনাল মিস করা কিলিয়ান এমবাপ্পে ম্যাচের ৭৬ মিনিটে মাঠে নামেন। তার উপস্থিতিতে কিছুটা গতি পায় রিয়ালের আক্রমণ। কিন্তু ব্যবধান ঘোচানোর মতো জাদু আর দেখাতে পারেননি ফরাসি তারকা।
ম্যাচের শেষদিকে নাটক আরও বাড়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয়েও শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রাখে বার্সেলোনা।
শেষ পর্যন্ত ক্লাসিকোর উত্তাপে ভেজা এক ফাইনালে রাফিনিয়ার নৈপুণ্যই পার্থক্য গড়ে দেয়। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে আত্মবিশ্বাসের নতুন অধ্যায় শুরু করল বার্সেলোনা। যেখানে নায়ক হয়ে রইলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।
ঢাকা/আমিনুল