২০২৬ জুড়ে ফ্যাশনে থাকবে স্যাটিন স্নিকার্স, এই জুতার বৈশিষ্ট্য জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
লাক্সারি থেকে হাই-স্ট্রিট—সব স্তরেই জায়গা করে নিচ্ছে স্যাটিন স্নিকার্স
স্টাইলপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে স্যাটিন স্নিকার্স। লাক্সারি থেকে হাই-স্ট্রিট—সব স্তরেই এই ট্রেন্ড জায়গা করে নিচ্ছে। ধারণা করা হচ্ছে ব্যালে ফ্ল্যাটের জনপ্রিয়তার পর এটাই হতে চলেছে ফ্যাশনের পরবর্তী জনপ্রিয় ট্রেন্ড। কারণ দীর্ঘদিন ধরেই ফ্যাশনে আরামের গুরুত্ব বাড়ছে। স্যাটিন স্নিকার্স তার বড় উদাহরণ। অন্যদিকে ব্যালে ফ্ল্যাট মানেই নরম, রোমান্টিক ও সুন্দর। স্যাটিন স্নিকার্স এই দুই বিপরীত ধারাকেই এক সুতোয় বেঁধেছে। রাবারের সোলের ওপর স্যাটিন কাপড় দিয়ে তৈরি এই জুতা।
‘স্নিকারিনা’ ট্রেন্ড
সম্প্রতি আন্তর্জাতিক রানওয়েতেও চোখে পড়েছে এই ট্রেন্ড। সিমন রোচা তার ‘অটাম উইনটার ২০২৫-২৬ কালেকশন’ এ স্যাটিন স্নিকার্স তুলে ধরেছেন ব্যালে-অনুপ্রাণিত নকশায়। দেখলে মনে হয় জুতোগুলো যেন নাচের মঞ্চ থেকে নেমে এসেছে শহরের রাস্তায়।
ফ্যাশন বিশ্লেষকদের মতে, Miuccia Prada-র নরম ও সূক্ষ্ম ডিজাইন দর্শনও এই ট্রেন্ডকে জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছে। তার ডিজাইনে স্নিকার্স আর কেবল স্পোর্টসওয়্যার নয়, বরং স্টাইল স্টেটমেন্ট।
‘স্নিকারিনা’ ট্রেন্ড
ফ্যাশন দুনিয়ায় এই ধারাকে অনেকেই বলছেন ‘স্নিকারিনা’—স্নিকার্স ও ব্যালে জুতোর মিশ্রণ। ব্যালে কোর ট্রেন্ডের ধারাবাহিকতায় এটি যেন আরও এক ধাপ এগিয়ে যাওয়া। যারা ব্যালে ফ্ল্যাট ভালোবাসেন, কিন্তু দীর্ঘ সময় হাঁটতে গিয়ে আরামের অভাব বোধ করেন—তাদের জন্য এটি এক আদর্শ সমাধান।
এই জুতার বৈশিষ্ট্য
ফ্যাশন কেবল দেখানোর বিষয় নয়, এটি জীবনযাপনের অংশ। স্যাটিন স্নিকার্স সেই বাস্তবতাকেই সামনে আনে—
• অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা হালকা পার্টিতে মানানসই
• আরাম ও সৌন্দর্যের ভারসাম্য রক্ষা করে
• কোমলতা প্রকাশ করে
ব্যালে ফ্ল্যাট যেমন একসময় ফ্যাশনপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছিল, ঠিক তেমনই স্যাটিন স্নিকার্সও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। বলা যায় ২০২৬ জুড়ে ফ্যাশনপ্রেমীদের কাছে জনপ্রিয় থাকবে ‘স্যাটিন স্নিকার্স’। ধারণা করা হচ্ছে ব্যালে ফ্ল্যাটের জনপ্রিয়তার পর এটাই হতে চলেছে ফ্যাশনের পরবর্তী জনপ্রিয় ট্রেন্ড।
তথ্যসূত্র: ভোগ ইন্ডিয়া
ঢাকা/লিপি