দিনাজপুরে আত্রাই নদীতে মিলল ২ জনের লাশ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লাশ উদ্ধারের ঘটনায় আত্রাই নদীর তীরে ভিড় করেন এলাকাবাসী।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, মারা যাওয়াদের মধ্যে একজনের বয়স ২৪ থেকে ২৫ বছর এবং অন্যজনের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আজ সকাল ১০টার পর আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের একজনের বয়স ২৪ থেকে ২৫, এবং অন্যজনের বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে।
ঢাকা/মোসলেম/মাসুদ