প্রতিবন্ধী ভিক্ষুকের টাকা ছিনতাই, বাধা দেওয়ায় হামলা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত কিনাই ফকির
জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী কিনাই ফকির। সহজ-সরল ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। প্রতিদিন বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে মানুষের কাছ থেকে পাওয়া সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।
এলাকাবাসী জানান, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ভিক্ষা করে বাড়ি ফেরার পথে মাদারীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় সন্ত্রাসীরা বুদ্ধিপ্রতিবন্ধী কিনাইয়ের ওপর হামলা চালায়। তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার কাছ থেকে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কিনাইয়ের হাতে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় কিনাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো এই মানুষটির হাতে পাঁচটি সেলাই দেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন জানান, প্রকাশ্যে একজন ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার এমন নৃশংস ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ দিলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বেলাল/মাসুদ