মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে ক্র্যাবের ভাগাড়ে অগ্নিকাণ্ড
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার রাত সোয়া ৯টার দিকে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে আগুনের সূত্রপাত হয় বলে জানায় মহেশখালী ফায়ার সার্ভিস।
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন বিষয়টি সম্পর্কে তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন ব্রিজের ওপর থেকে কেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
ঢাকা/তারেকুর/রাসেল