ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় চলছে ‘নিবন্ধ লেখা প্রতিযোগিতা’। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় যে কেউ নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করে অংশ নিতে পারবেন। প্রতিটি নিবন্ধ তৈরির জন্য রয়েছে পুরস্কার।

প্রতিযোগিতার সমন্বয়ক নাহিদ সুলতান জানান, বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে বিভিন্ন বিষয়ে ৪৭ হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধই নেই। বাংলায় সেই অলিখিত নিবন্ধগুলো অন্তর্ভূক্ত করাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য।

প্রতিযোগিতার বিষয়ে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব) বলেন, বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ বাড়ানোর অংশ হিসেবে আমাদের এ প্রতিযোগিতা। এ ধরনের প্রতিযোগিতা আমরা নিয়মিত করতে চাই। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে https://bn.wikipedia.org/s/96gp ঠিকানায়।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়