ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আনছে হুয়াওয়ে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আনছে হুয়াওয়ে

বিশ্ববাজারে সাফল্যের ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের বাজারেও প্রিমিয়াম ক্যাটাগরির দুটি ল্যাপটপ আনছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

জানা গেছে, চলতি মাসেই হুয়াওয়ে মেটবুক ১৩ এবং হুয়াওয়ে মেটবুক ডি ১৫- এই দুটি মডেলের প্রিমিয়াম ল্যাপটপ আনবে হুয়াওয়ে। উভয় ল্যাপটপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

মেটবুক ১৩ ল্যাপটপটিতে মাল্টিটাচ স্ক্রিনসহ ১৩ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ২কে রেজ্যুলেশনের ভিউ পাওয়া যাবে। ১৬ জিবি র‌্যামের এ ল্যাপটপটিতে ইন্টেলের দশম প্রজন্মের কোর আই-ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ৫১২ জিবির স্টোরেজ।

অপরদিকে মেটবুক ডি১৫ ল্যাপটপটি ১৬.৯ মিলিমিটার পাতলা এবং ওজন ১.৫৩ কেজি। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ও কুইক চার্জিং প্রযুক্তি। ৮ জিবি ডিডিআরফোর র‌্যামের এই ল্যাপটপে ১ টেরাবাইট ও ২৫৬ জিবির স্টোরেজ সুবিধা রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেনফাইভ ৩৫০০ইউ মডেলের প্রসেসর। তবে ল্যাপটপের দাম সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। 

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়