এসএমএসে জানা যাবে ট্রেনের খোঁজ
কে ডি শুভ || রাইজিংবিডি.কম
বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি : এতোদিন অনলাইনে ট্রেনের টিকেট কেটে নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারতো যাত্রীরা। এতে সময় বাঁচে, কষ্টও হয় কম। এখন তাতে যুক্ত হয়েছে আরো কিছু ভিন্নমাত্রা। এখন থেকে এসএমএসের মাধ্যমে জানা যাবে আপনার কাঙ্খিত ট্রেনটি কোথায় আছে কিংবা কয় ঘন্টা বিলম্বে চলছে। যার কারনে স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হবে না কাক্ষিত ট্রেনটির জন্য। আপাতত আন্তনগর ট্রেনের ক্ষেত্রে যাত্রীরা এ সুবিধা পাবেন। পূর্বাঞ্চল রেলপথের ট্রেনের জন্য এ সুবিধা পাওয়া যাচ্ছে।
রেলওয়ের টেলিকম বিভাগ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টিআর (TR) লিখে একটি স্পেস দিয়ে কাক্ষিত ট্রেনের নাম্বারটি লিখে পাঠাতে হবে ১৬৩১৮ নম্বরে। ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে ট্রেনের নাম, ট্রেনটি পরবর্তী স্টেশন কোনটি ও কত দূরত্বে, পরবর্তী কোন স্টেশনে ট্রেনটি থামবে, ট্রেনটি কয় ঘন্টা বিলম্বে চলাচল করছে, গন্তব্যস্থল থেকে কয়টায় ছেড়ে এসেছে।
এদিকে যাত্রীদের সুবিধার কথা ভেবে পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে। এসব বোর্ডেও কোন ট্রেন কোথায় আছে, ট্রেনটি কত সময় বিলম্বে চলাচল করছে তা প্রদর্শিত হবে।
আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো : রুহুল আক্তার জানিয়েছেন, ‘ যাত্রীরা ট্রেনের নামের মতো নম্বরে এতোটা অভ্যস্ত নন’। এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তনগর ট্রেনের নামের পাশাপাশি নম্বর দেওয়া আছে। এ ছাড়া স্টেশনের বোর্ডেও ট্রেনের নম্বর দেওয়া আছে।
পূর্বাঞ্চলীয় রেলপথের ট্রেনগুলোর নাম্বার :
চট্টগ্রাম থেকে ঢাকগামী - সুবর্ণ এক্সপ্রেস ৭০১, মহানগর গোধূলি ৭০৩, মহানগর প্রভাতী ৭২১, তূর্ণা নিশীথা ৭৪১, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ৭২৩, পাগাড়িকা এক্সপ্রেস ৭১৯।
ঢাকা থেকে চট্টগ্রামগামী - সুবর্ণ এক্সপ্রেস ৭০২, মহানগর প্রভাতী ৭০৪, মহানগর গোধুলি ৭২২, তূর্ণা নিশীথা ৭৪২।
নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ৭১১।
সিলেট থেকে চট্টগ্রামগামী - উদয়ন এক্সপ্রেস ৭২৪, পাহাড়িকা এক্সপ্রেস ৭২০, উপকূল এক্সপ্রেস ৭১২।
রাইজিংবিডি / শুভ / রাশেদ শাওন
রাইজিংবিডি.কম