ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্টার্টাপরা অর্থনীতি সমৃদ্ধ করছে : পলক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২২ জুন ২০২১  
স্টার্টাপরা অর্থনীতি সমৃদ্ধ করছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উদ্যোক্তারাই যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড ও মূল চালিকাশক্তি। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল প্রতিটি দেশের স্টার্টাপরাই অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

মঙ্গলবার বিইয়াহ’র লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ‘উদ্যোক্তার পাঠশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চাকরিপ্রার্থী না হয়ে  চাকরিদাতা হওয়ার জন্য তরুণদের অনুপ্রাণিত করতে হবে। প্রতিবছর ২০-২৫ লাখ তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশের যোগ্য হচ্ছে। তাদের প্রত্যেকের পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয় । কিন্তু নিজেরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হয়ে যেন চাকরিদাতায় রূপান্তরিত হতে পারে সে লক্ষ্যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত আইসিটি বিষয় বাধ্যতামূলক করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, ডিজিটাল সার্ভিস জনগণের কাছে পৌঁছে দেওয়ার মূল চালিকাশক্তি ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা। বর্তমানে ১৩ হাজারের বেশি নারী ও পুরুষ উদ্যোক্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করছে। তাদের মাধ্যমে স্বল্প খরচে, স্বল্প সময়ে, দুর্নীতিমুক্ত উপায়ে প্রতি মাসে ৬০ লাখ মানুষ কম্পিউটার  ও ইন্টারনেট নির্ভর সেবা পাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার গ্রামে বসেই ব্যবসা ও বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে।  ফ্রিল্যান্সাররা বর্তমানে বছরে ৫০ লাখ ডলার আয় করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিইয়ার’র প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং বোর্ডের সদস্য আবদুল মুইদ চৌধুরী, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আশফাহ হক, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, যুব বিজনেস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা অনিতা টাইসেন। 

 

ঢাকা/হাসান/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়