ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার চার পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৫৯, ১৯ ডিসেম্বর ২০২৫
খুলনার চার পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা 

খুলনার মৌলভিপাড়ায় প্রথম আলোর অফিসের সামনে মোতায়েন রয়েছে পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত খুলনার সড়কে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার খুলনা অফিসের সাইনবোর্ড। 

উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে খুলনার চারটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আরো পড়ুন:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন । 

আরো পড়ুন: খুলনায় প্রথম আলো অফিসে হামলা, সাইনবোর্ডে আগুন

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবরে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। রাত ১টার দিকে নগরীর মৌলভিপাড়া মেইন রোডে অবস্থিত প্রথম আলো পত্রিকার কার্যালয়ে কয়েকটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা হামলা চালায়। তারা পত্রিকাটির সাইবোর্ড খুলে মডার্ন ফার্নিচারের মোড়ে নিয়ে যান। খানজাহান আলী সড়কের ওপর সাইনবোর্ডে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন তারা। 

আরো পড়ুন: হাদির মৃত্যু: খুলনায় রাতে বিক্ষোভ

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “হামলার আশংকা ও সহিংসতা প্রতিরোধে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস, সহকারী হাই কমিশনারের বাসভবন, প্রথম আলো খুলনা অফিসের সামনে এবং নিউ মার্কেটের বায়তুন নূর মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে পুলিশের টহল রয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়