খুলনায় প্রথম আলো অফিসে হামলা, সাইনবোর্ডে আগুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় বৃহস্পতিবার রাতে প্রথম আলোর সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা
জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার খুলনা কার্যালয়ে হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে নগরীর মৌলভিপাড়া মেইন রোডে অবস্থিত কার্যালয়টিতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা পত্রিকার সাইনবোর্ড খুলে সেটিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে বিক্ষুব্ধ জনতা জামান মহল নামে ভবনটির সামনে আসেন। এই ভবনে প্রথম আলোর খুলনা কার্যালয় অবস্থিত। ওই ব্যক্তিরা প্রথম আলো পত্রিকা ও ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা পত্রিকার সাইনবোর্ড খুলে মডার্ন ফার্নিচারের মোড়ে নিয়ে যান। খানজাহান আলী সড়কের ওপর সাইনবোর্ডে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন তারা। চলে যাওয়ার সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলো অফিস গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হন কিছু যুবক-যুবতী। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করেন। পরে তারা মিছিল করেন। মিছিলটি নগরীর ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে নগরীর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ