ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রুতই কার্যক্রম চালুর বার্তা দিল প্রথম আলো ও ডেইলি স্টার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:০২, ১৯ ডিসেম্বর ২০২৫
দ্রুতই কার্যক্রম চালুর বার্তা দিল প্রথম আলো ও ডেইলি স্টার

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশ হয়নি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। একইসঙ্গে গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। তবে দ্রুত কার্যক্রম চালুর বার্তা দিয়েছে প্রথম আলো ও  ডেইলি স্টার কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় পাঠকের প্রতি বার্তা দেয় প্রথম আলো। 

সেখানে লেখা হয়, বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সেখানে আরো বলা হয়, পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।

একই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়েছে দ্য ডেইলি স্টারও। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগের রাতে পত্রিকাটির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে।

অনলাইন সার্ভিস পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা আসার পর একদল হামলাকারী দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়। 

প্রথম আলোর চারতলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে। শুক্রবার সকালেও সেখানে কিছু জায়গা থেকে ধোয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে দেখা গেছে।

অন্যদিকে, হামলাকারীদের দেওয়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচ তলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকালে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। হামলাকারীরা ডেইলি স্টার অফিসে লুটপাটও চালায় বলে জানিয়েছেন সেখানকার কর্মীরা।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়