ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদিকে হত্যাচেষ্টা: অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫  
হাদিকে হত্যাচেষ্টা: অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

কবির পটুয়াখালী সদর উপজেলার টিটকাটা গ্রামের মৃত মোজাফফরের ছেলে। র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ৪ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলামোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন কবির। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে।’’

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে শনাক্ত করেন। তারা হলেন- ফয়সাল করিম ও আলমগীর হোসেন।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়