ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে ব্রাইট স্কিলস

প্রকাশিত: ২০:২৮, ৩ নভেম্বর ২০২২  
বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে ব্রাইট স্কিলস

স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে সারা দেশের নবম থেকে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইট স্কিলস।

নভেম্বর মাস জুড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী শিক্ষার্থীদের 
https://registration.brightskills.com ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে ব্রাইট স্কিলস-এর পাঁচটি মাস্টারকোর্সের মধ্যে যেকোনো একটি
কোর্স করার সুযোগ। কোর্সগুলো হলো- মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, প্রফেশনাল
কন্টেন্ট রাইটিং, অ্যাডবি ফটোশপ ও স্পোকেন ইংলিশ। ঘরে বসেই এই কোর্সটি করা যাবে। অর্থাৎ অনলাইনে
কোর্স হবে। কোর্স শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ব্রাইট স্কিলসের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরবর্তী ধাপ
স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যেই নভেম্বর মাস জুড়ে বিনামূল্যে আইসিটি শিক্ষা প্রদান করার এই উদ্যোগ।

‘লক্ষ্য হোক দক্ষ হওয়া’- এই দীক্ষাকে ধারণ করে চলতি বছরের সূচনালগ্নে যাত্রা শুরু করে ই-লানিং প্রতিষ্ঠানটি। দেশসেরা প্রশিক্ষকগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিটি কোর্স করানোয় ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে উঠেছে। এছাড়া চলতি বছর অনুষ্ঠিত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতার নলেজ পার্টনার ছিল ব্রাইট স্কিলস। অনলাইনে প্রশিক্ষণ সুবিধা চালু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝেও আইসিটি শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়