ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইক্রোটিকের সবগুলো সার্টিফিকেট অর্জন করলেন বাংলাদেশি তরুণ তিতাস

প্রকাশিত: ২২:৫১, ৯ মার্চ ২০২৩   আপডেট: ২২:৫৩, ৯ মার্চ ২০২৩
মাইক্রোটিকের সবগুলো সার্টিফিকেট অর্জন করলেন বাংলাদেশি তরুণ তিতাস

নেটওয়ার্কিং ও সিকিউরিটি জগতের বিশ্ববাজারে সু-পরিচিত একটি নাম মাইক্রোটিক। নেটওয়ার্কিং, সুইচিং ও রাউটার বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে নিজ খরচে প্রশিক্ষণ ও নানান পরীক্ষায় অংশগ্রহণ করে অবশেষে মাইক্রোটিকের মোট ১০টি ভেন্ডর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন বাংলাদেশি তরুণ তিতাস সরকার।

ভারতে সম্প্রতি মাইক্রোটিক সুইচিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষ এই পরীক্ষাটিতে তিতাস সরকার সরাসরি অংশগ্রহণ করেন এবং সফলভাবে উত্তীর্ণ হন। এর আগে তিনি বাকি ৯টি মাইক্রোটিক রাউটারের ভেন্ডর সার্টিফিকেট অর্জন করেন। এই নিয়ে মাইক্রোটিকের সর্বমোট ১০টি সনদ অর্জন করেন। 

মাইক্রোটিকের ১০টি ভেন্ডর পরীক্ষা হচ্ছে: মাইক্রোটিক সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, মাইক্রোটিক সার্টিফায়েড রাউটিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ইন্টার-নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড আইপিভি ভার্সন-৬ ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড সুইচিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড এন্টারপ্রাইজ ওয়্যারলেস ইঞ্জিনিয়ার।

এর আগে তিনি থাইল্যান্ডে মাইক্রোটিকের ট্রেইন দ্য ট্রেইনার পরীক্ষায় অংশগ্রহণ করে মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার সার্টিফিকেট অর্জন করেন। তিতাস সরকার একমাত্র বাংলাদেশি যিনি মাইক্রোটিকের সবগুলো ভেন্ডর পরীক্ষা যেকোনো দেশে গিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে তিনি ভারত ও নেপালে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন। 

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি ই-লার্নিং এবং ট্রেনিং নিয়ে কাজ করছে ২০১৩ সাল থেকে। আইটিতে ক্যারিয়ার গড়তে সহায়ক বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল তৈরি করে থাকে টিসফট। কোর্সগুলো ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার তিতাস সরকার ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিট’ নামে একটি বই-ও লিখেছেন।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়