ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

এবার টুইটারে সংবাদ পড়তেও গুনতে হবে অর্থ

প্রকাশিত: ২৩:১৯, ৩০ এপ্রিল ২০২৩   আপডেট: ২৩:২৭, ৩০ এপ্রিল ২০২৩
এবার টুইটারে সংবাদ পড়তেও গুনতে হবে অর্থ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার গত বছরের অক্টোবরে কিনে নেন ইলন মাস্ক। এর পর থেকেই প্ল্যাটফর্মটিতে একের পর এক পরিবর্তন এনে চলেছেন তিনি। এরমধ্যে অন্যতম যেমন কর্মী ছাঁটাই, তেমনই আবার টুইটারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে অর্থ।

এদিকে এবার জানা গেল, টুইটারে খবর পড়তেও ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হবে। শনিবার (৩০ এপ্রিল) টুইটারের মালিক ইলন মাস্ক ঘোষণা করেন যে, টুইটারে খবর পড়তে এবার থেকে ব্যবহারকারীদের অর্থ ব্যয় করা লাগবে।

ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে কোনো খবর পড়তে গেলে প্রতিবেদন প্রতি নির্দিষ্ট অর্থ খরচ খরচ করতে হবে। এক্ষেত্রে একটি মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজও চালু করা হবে। টুইটার ব্যবহারকারীদের জন্য এই সাবস্ক্রিপশন পরিষেবাই বেশি লাভজনক হবে। প্রতিবেদন প্রতি অর্থ খরচ করার তুলনায় যদি কোনো গ্রাহক মাসিক সাবস্ক্রিপশন নেন, তাহলে তার খরচ তুলনামূলকভাবে কম পড়বে।

জানা গেছে, আগামী মাস থেকেই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর কাছ থেকে প্রতিটি নিবন্ধের জন্য অর্থ আদায়ের এই সুযোগ দেবে টুইটার কর্তৃপক্ষ।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়