ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহর চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২৭ ডিসেম্বর ২০২৪  
চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহর চালু

১২টি স্যাটেলাইট নিয়ে গঠিত চীনের একটি বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহর কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি বেইজিং-ভিত্তিক স্যাটেলাইট সংস্থা পাইস্যাট জানায় এ খবর।

গত সপ্তাহে ৫২৮ কিলোমিটার উচ্চতার কক্ষপথে উৎক্ষেপিত চারটি পাইস্যাট-২ স্যাটেলাইট সফলভাবে উচ্চ-রেজোলিউশনের ছবি ও তথ্য পাঠিয়েছে। নতুন স্যাটেলাইটগুলো আগে উৎক্ষেপিত আটটি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়েছে। চীনের বৃহত্তম এ বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহরটি নাম রাখা হয়েছে চীনা পৌরাণিক দেবী নুওয়ার নামে।

আরো পড়ুন:

নুওয়া তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটির গঠন অনেকটা চাকার মতো। যেখানে একটি প্রধান স্যাটেলাইট ‘হাব’ হিসেবে কাজ করছে এবং তিনটি সহায়ক স্যাটেলাইট রয়েছে।

মেঘ ও বৃষ্টির মধ্য দিয়েও পর্যবেক্ষণ চালাতে পারবে এই স্যাটেলাইটগুলো। পাইস্যাটের চেয়ারম্যান ওয়াং ইউশিয়াং জানিয়েছেন, ‘স্যাটেলাইটগুলো তাৎক্ষণিক দূর অনুধাবন ও দ্রুত পর্যবেক্ষণ করতে পারে। গ্রাউন্ড স্টেশনে তথ্য পৌঁছাতে মাত্র ২০ মিনিট সময় লাগে।’

২০২৫ সালের মধ্যে নুওয়া স্যাটেলাইট বহরে অন্তত ২০টি স্যাটেলাইট থাকবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়