ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই একাধিক চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২৩:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই একাধিক চাকরি

বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি একাধিক পদে লোকবল নেবে। পদগুলোতে আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার (টিসিও)

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। শিক্ষাজীবনে অন্তত ২টি প্রথম শ্রেণি/বিভাগ থাকা লাগবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। 

বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা অথবা উপশাখায়। 

বেতন: ২৬,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর মাসিক বেতন হবে ৩৬,০৩৯ টাকা।

পদের নাম: ট্রেইনি অফিসার (টিও)

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম শ্রেণি/বিভাগ থাকা লাগবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। 

বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের আওতায় দেশের যেকোনো গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট শাখায়। 

বেতন: ৩৫,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর মাসিক বেতন হবে ৪৫,৮৫৯ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও)

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম শ্রেণি/বিভাগ থাকা লাগবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। 

বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের উপশাখায়। 

বেতন: ৪০,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর মাসিক বেতন হবে ৪৯,৪০৫ টাকা।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। শিক্ষাজীবনে অন্তত ৪টি প্রথম শ্রেণি/বিভাগ থাকা লাগবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। 

বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো স্থান। 

বেতন: ৭০,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর ‘সিনিয়র অফিসার’ হিসেবে মাসিক বেতন হবে ৮০,৮১৫ টাকা।

আবেদনের নিয়ম 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডাচ-বাংলা ব্যাংকের চাকরিবিষয়ক ওয়েবসাইটের https://app.dutchbanglabank.com/Online_Job মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সকল পদের আবেদন কোনো কারণ ছাড়াই বাতিল করা হবে। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর, ২০২৩।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়