ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৌম্য, লিটন ও মুস্তাফিজদের নিয়ে তামিমকে যা বললেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌম্য, লিটন ও মুস্তাফিজদের নিয়ে তামিমকে যা বললেন মাশরাফি

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সাফল্যের সাথে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ওতপ্রোতভাবে জড়িত। নিজের ৫ বছরের অধিনায়কত্বের ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতিতে অনেক পরিবর্তন এনেছেন এই ক্রিকেটার। বিশেষ করে খেলোয়াড়দের সামনে ঢাল হয়ে ছিলেন পুরোটা সময়। এই সময় সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দেওয়ার জন্য করেছেন যুদ্ধ।

সময়ের পালাবদলে মাশরাফির অধিনায়কত্বের ব্যাটন এখন তামিম ইকবালের হাতে। যার জন্য মাশরাফি বিভিন্ন সময় লড়ে গেছেন অনেকের সাথে। তামিমও রেখেছেন মাশরাফির সম্মান। তেমনই এক স্মৃতির কথা দুই ক্রিকেটারের ইনস্টাগ্রাম লাইভে উঠে এসেছে। সেখানে তামিম জানিয়েছেন, মাশরাফি কি করেছেন তাঁর জন্য। এরপর আরও জানালেন, তিনিও চান মাশরাফির দেখানো পথে হাঁটতে।

তামিমের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার বিষয়ে এই ওপেনার বলেন, ‘আপনার মনে আছে মাশরাফি ভাই, কোনো একটা ম্যাচে আমি আউট হয়ে প্যাভিলিয়নে আসলাম। তখন একজন বললো যে, এটা নিশ্চিত করো, সে পরের ম্যাচে দলে সুযোগ পাবে না। তখন আপনার দেওয়া উত্তরটা আমার মনে আছে। আপনি বলছিলেন, যদি এটা ঘটে তাহলে আমি অধিনায়কত্ব ছেড়ে দিবো।’

ঠিক এরপরে বর্তমান এই ওয়ানডে অধিনায়ক আরও যোগ করেন, ‘আমি আশা করি আর দোয়া করি, আল্লাহ আমাকে যেন ওইরকম অবস্থানে নিয়ে যায় যে, আমিও এমন কথা বলতে পারি অন্য খেলোয়াড়দের জন্য।’

এরপর তামিমের সেই দুঃসহ ঘটনা নিয়ে মাশরাফি জানান, তামিমের উপর বিশ্বাস ছিল তাঁর। ঠিক একইভাবে এখনকার সময় যাদের উপর তামিমের বিশ্বাস থাকবে তাদের জন্য যেন লড়ে সে। বিশেষ করে ম্যাচ উইনার সৌম্য, লিটন ও মুস্তাফিজের কথা টেনে বলেন, ‘তোর ক্ষেত্রে বিষয়টা কয়েকবার ঘটেছে। কিন্তু আমি জানতাম তুই তোর সেরাটা দিচ্ছিস।

ঠিক সে রকম ভাবে তুই যদি কারো ক্ষেত্রে বিশ্বাস করিস যেমন সৌম্য , লিটন, মুস্তাফিজ আছে। তুই জানিস এরা কত বড় অস্ত্র। ওরা কিন্তু ম্যাচ উইনার। সুতরাং ওদেরকে নিয়ে যদি কেউ কিছু বলে। তাহলে তোকে তোর মতো করে বিষয় গুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর তুই যদি তাদের অতটুক জায়গা দিতে পারিস। আমি নিশ্চিত যে, তুই ওদের কাছে থেকে সেরাটা পাবি।’



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়