ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন ম্যান অব দ্যা ম্যাচ : ম্যালকম ওয়ালার

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২০ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ম্যান অব দ্যা ম্যাচ : ম্যালকম ওয়ালার

ক্রীড়া প্রতিবেদক, খুলনা থেকে : ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে টিকে রইল জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোয় জমজমাট হয়ে উঠেছে টি-টোয়েন্টি সিরিজটি।

তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের জয়ের নায়ক ম্যালকম ওয়ালার। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশকে রানের চাপে ফেলেন তিনি। মাত্র ২৩ বলে করেন ৪৯ রান।

 

তার ৩৩ মিনিটের ইনিংসটি ছিল ২১৩.০৪ স্ট্রাইক রেটের। ২টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি ছক্কা। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানের ক্যাচ লং অনে তালুবন্দি করেন ওয়ালার।

 

ওয়ালারের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) ফিরোজ আলম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূ্ঁইয়া।

ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর ম্যালকম ওয়ালার বলেন,‘অবশেষে একটি জয়ের পর আমাদের দলের সবাই বেশ খুশি। আমরা শুরুতেই ভালো সংগ্রহ পাই। এ কারণে জয় পাওয়া সম্ভব হয়েছে। ব্যাটিংয়ের সময় বল খুব সুন্দর ব্যাটে আসছিল।’

 

 

 


রাইজিংবিডি/খুলনা/২০ জানুয়ারি ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়