ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাজিল, আর্জেন্টিনার পরের খেলা কবে কখন

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিল, আর্জেন্টিনার পরের খেলা কবে কখন

আর্জেন্টিনার জয়ে ফেরার লড়াই, অনুশীলনে ডি মারিয়া-হিগুয়াইনরা

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনা। নিজেদের শেষ দুই ম্যাচেই ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে এদগার্দো বাউজার দল।

 

নবম রাউন্ড শেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনার অবস্থান পাঁচে। সরাসরি মূলপর্বে যেতে হলে থাকতে হবে প্রথম চারের মধ্যে। সেজন্য তো আগে জয়ে ফিরতে হবে।

 

সেই লক্ষ্যে দশম রাউন্ডে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর ভোর সাড়ে ৬টায় ভেনেজুয়েলার মাঠে খেলবে দক্ষিণ আমেরিকার আরেকটি পরাশক্তি ব্রাজিল।

 

ব্রাজিলের সাম্প্রতিক সময়টা অবশ্য দারুণ কাটছে। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ তিন ম্যাচেই জিতেছে সেলেসাওরা। সর্বশেষ ম্যাচে তারা বলিভিয়াকে উড়িয়ে দেয় ৫-০ গোলে। বর্তমানে পয়েন্ট তালিকার তাদের অবস্থান দুইয়ে।

 

ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা কবে কখন
আর্জেন্টিনা-প্যারাগুয়ে, বুধবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টা
ভেনেজুয়েলা-ব্রাজিল, বুধবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৬টা

 

*স্বাগতিক দল প্রথমে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৬/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়