ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

৬ বছর পর যুবরাজের সেঞ্চুরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ বছর পর যুবরাজের সেঞ্চুরি

যুবরাজ সিং

ক্রীড়া ডেস্ক : এক-দুই বছর নয়। প্রায় ছয় বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান যুবরাজ সিং।

২০১১ সালের ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে ক্যারিয়ারের ১৩তম শতকটি হাঁকিয়েছিলেন তিনি। সেবার ১২৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেছিলেন।

এরপর আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে হাঁকালেন নিজের চতুর্দশ শতক। সময়ের হিসেবে যা ৫ বছার ৯ মাস ৩০ দিন পর!

লিয়াম প্লাঙ্কেটের বলে স্কয়ার লেগে ঠেলে দিয়ে ১ রান নিয়ে ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন যুবরাজ। ২০১১ সালের সেই সেঞ্চুরির পর ভারতের জার্সি গায়ে আরো ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাতে মাত্র দুটিতে অর্ধশতক হাঁকাতে পেরেছিলেন। যেখানে তার গড় ছিল ১৮.৩২।

এরপর আজ তিনি সেঞ্চুরির দেখা পেলেন। শুধু দেখা পেলেন বললে ভুল হবে। খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ১২৭ বলে ২১টি চার ও ৩টি ছক্কার সমন্বয়ে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

২৫ রানে ভারত ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন যুবরাজ ও ধোনি। তারা দু’জন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রানের জুটি গড়ে ভারতকে রেকর্ড ৩৮১ রানের সংগ্রহ এনে দেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়