ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ইসরায়েলের পণ্য বহনকারী যে কোনো জাহাজে হামলা চালানোর হুমকি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৯ মে ২০২৪   আপডেট: ২১:৪৩, ৯ মে ২০২৪
ইসরায়েলের পণ্য বহনকারী যে কোনো জাহাজে হামলা চালানোর হুমকি হুথিদের

ইয়েমেনের হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলের পণ্য সরবরাহ বা পরিবহনের সাথে সম্পর্কিত যে কোনো সংস্থার জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে। বৃহস্পতিবার তিনি এ হুমকি দিয়েছেন।

তিনি জানান, এটি দক্ষিণ গাজা উপত্যকায় ‘রাফাহতে ইসরায়েলি আগ্রাসনের’ বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চতুর্থ পর্যায়।

আব্দুল মালিক বলেন, ‘এখন থেকে আমরা পঞ্চম পর্যায় ও ষষ্ঠ পর্যায় নিয়েও ভাবছি এবং আমারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং প্রভাবশালী শত্রুকে পছন্দ করি।’

চলতি বছরের শুরুতে লোহিত সাগরে ইসরায়েলে সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালায় হুথিরা। এ ঘটনায় লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজগুলো চলাচল ব্যাহত হয়। নিরাপত্তার খাতিরে লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকা হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজগুলোকে চলাচল করতে হচ্ছে। জাহাজের হামলার জবাবে হুথিদের ওপর কয়েক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়