ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাড়পত্র পেলেন জিম্বাবুয়ের মাধভেরে-মাভুতা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৯ মে ২০২৪  
ছাড়পত্র পেলেন জিম্বাবুয়ের মাধভেরে-মাভুতা

গেল বছরের ডিসেম্বরে মাদক নেওয়ার অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার ওয়েসলি মাধভেরে (২৩) ও ব্রান্ডন মাভুতা (২৭)। তাদের দুজনকেই চার মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার তারা সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ড সফরে খেলেছিলেন তারা।

তাদের দুজনকে স্বাগত জানিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি এক বিবৃতিতে লিখেন, ‘আমি ওয়েসলি ও ব্রান্ডনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তারা দুজন সফল পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিরে এসেছে। মাদক পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উভয় খেলোয়াড়ই তাদের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ না করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা এও জানিয়েছে যে, এখন থেকে তারা তাদের ক্রিকেট ক্যারিয়ারে মনোনিবেশ করবে।’

আরো পড়ুন:

জিম্বাবুয়ে ক্রিকেট যখন তাদের দুজনের মাদক পরীক্ষা নিজেরাই করেছিল এবং নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন তাদের ভূয়সী প্রশংসা করেছিল আইসিসি এবং ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়