ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করে মুজারাবানির ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৩০ এপ্রিল ২০২৫  
বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করে মুজারাবানির ইতিহাস

বাংলাদেশের মাটিতে টেস্ট জয় এনে দিয়ে আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে দারুণ সাফল্য পেয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি পৌঁছে গেছেন ৭০০ রেটিং পয়েন্টের মাইলফলকে। যা জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কেউ ছুঁতে পারল।

২৮ বছর বয়সী এই পেসার সিলেট টেস্টের প্রথম ইনিংসে নেন ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নেন। ৯ উইকেট শিকার করে হন ম্যাচসেরাও। বল হাতে দারুণ করায় র‍্যাংকিংয়ে তিনি এক লাফে ১৪ ধাপ এগিয়েছেন। বর্তমান অবস্থান করছেন ক্যারিয়ারসেরা ১৫তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৭০৫।

জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক ছিলেন প্রথম এবং এতদিন পর্যন্ত একমাত্র খেলোয়াড়, যিনি টেস্ট বোলিংয়ে ৭০০ পয়েন্টের গণ্ডি পেরিয়েছিলেন। তার সর্বোচ্চ রেটিং ছিল ৭৯৪। যা তিনি অর্জন করেন ১৯৯৬ সালে এবং সর্বশেষ ২০০১ সালে ছিলেন ৭০০-এর ওপরে।

আরো পড়ুন:

এ ম্যাচে জিম্বাবুয়ের আরেক বোলার ওয়েলিংটন মাসাকাদজা ৫ উইকেট নিয়ে পুনরায় ঢুকেছেন র‍্যাংকিংয়ে। বাংলাদেশি পেসার নাহিদ রানার সঙ্গে যৌথভাবে আছেন ৬৮তম স্থানে।  

অন্যদিকে বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ ম্যাচে ১০ উইকেট নেওয়ায় র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে।

বাংলাদেশ সিলেট টেস্টে হারলেও ব্যাটসম্যানদের মধ্যে কয়েকজন র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। মুমিনুল হক তার দুই ইনিংসে ৫৬ ও ৪৭ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন। উইকেটরক্ষক জাকের আলী ১০ ধাপ এগিয়ে ৫০তম স্থানে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ ধাপ এগিয়ে আছেন ৫৩তম স্থানে আছেন।

জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটও আলো ছড়িয়েছেন। দুই ইনিংসে ৫৭ ও ৫৪ রান করে র‍্যাংকিংয়ে ৫৪ ধাপ লাফিয়ে প্রথমবারের মতো ঢুকেছেন বিশ্বের সেরা ১০০ ব্যাটসম্যানের তালিকায়।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়