ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপে শুরুটা ভালো চান মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়া কাপে শুরুটা ভালো চান মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা মাশরাফির কাছে বেশি গুরুত্বপূর্ণ

ক্রীড়া প্রতিবেদক : মাশরাফি বিন মুর্তজা আগেই বলেছেন, এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। নিজেদের লক্ষ্যে অটুট আছে বাংলাদেশ। তবে এর জন্য শুরুটা ভালো চান বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মিশনে উড়াল দেবে রোববার। তার আগে মিরপুরে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এশিয়া কাপের গত তিন আসরের দুটিতে একটুর জন্য শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। এবার আর শিরোপাটা হাতছাড়া করতে চায় না দল। আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপপর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাই মাশরাফির কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপে কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব।’

‘আমাদের সামর্থ্য আছে ভালো খেলার। দলে ভালো মানের ক্রিকেটার আছে, যারা ম্যাচ উইনার। তারপরও আামাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি প্রথম ম্যাচটা জিতে যাই আমাদের ভালো করার সুযোগ থাকবে,- যোগ করেন অধিনায়ক।




রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়