ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এইচপির কোচ হলেন র‌্যাডফোর্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এইচপির কোচ হলেন র‌্যাডফোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম‌্যান্স স্কোয়াডের (এইচপি) কোচ হলেন ইংলিশ কোচ টবি র‌্যাডফোর্ড।

বিসিবির পরিচালক ও এইচপির প্রধান নাঈমুর রহমান দূর্জয় র‌্যাডফোর্ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এইচপির কোচ হিসেবে র‌্যাডফোর্ডকে নিয়োগ দিয়েছি। আপাতত এক বছর তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। এই এক বছরে ১০০ দিন তিনি এইচপি দলের দায়িত্ব পালন করবেন। পারফরম‌্যান্স ভালো হলে আমরা পরবর্তীতে চুক্তি বাড়াবো।’ র‌্যাডফোর্ডের আগে বিসিবির এইচপি দলের দায়িত্ব পালন করেছেন সাইমন হেলমট।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব‌্যাটিং কোচ হিসেবে র‌্যাডফোর্ড কাজ করেছেন আট বছর। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের টিম ম‌্যানেজমেন্টের অংশ ছিলেন তিনি। আক্ষেপ নিয়ে ২০১৯ সালে সেই চাকরি ছাড়েন ৪৮ বছর বয়সী কোচ। অভিজ্ঞ কোচ বিশ্বের বিভিন্ন একাডেমিতে দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের মতো এশিয়ার কোনো দেশের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। 

বাংলাদেশ ক্রিকেটে তার প্রথম অ‌্যাসাইনমেন্ট শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর দিয়ে। সেপ্টেম্বরে এইচপি দল জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর করবে। র‌্যাডফোর্ড দ্বীপরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।সফরে দুইটি চারদিনের ম‌্যাচ ও পাঁচটি ওয়ানডে ম‌্যাচ খেলবে এইচপি দল।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়