ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৬ পেরোলেন আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৬ পেরোলেন আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক
ঢাকা, ৩ ফেব্রুয়ারি : বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পুরোধা আমিনুল ইসলাম। যিনি সাধারণত বুলবুল নামে পরিচিত। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে যার নাম ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে।

টেস্ট স্ট্যাটাস লাভ করার পর ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৪৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের আজ ৪৬তম জন্মদিন।
 
আমিনুল ইসলামের ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে। শেষ মৌসুম কেটেছে বাংলাদেশ বিমানের হয়ে খেলে।

বাংলাদেশের এই সাহসী ক্রিকেটার দেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ড যান। কয়েকটি সফল মৌসুম কেটেছে সেখানে।

দীর্ঘ দিনের ভালোবাসার পর বিয়ে করেন বন্ধুর ছোট বোন জুঁইকে। তাকে নিয়েই তার সুখের সংসার।

২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের অভিষেক টেস্টে তাঁরও টেস্ট অভিষেক ঘটে। ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের ‘নতুনদের সুযোগ দেওয়ার নীতির’ কারণে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে বাদ পড়েন।

পরে অভিমানে অবসর নেন জাতীয় দল থেকে। বাংলাদেশের হয়ে তিনি ১৩ টি টেস্ট এবং ৩৯টি ওয়ানডে খেলেন। টেস্টে তার শতক একটি অর্ধশতক দুটি। ওয়ানডেতে শতক না থাকলেও তিনটি অর্ধশতক রয়েছে।

অবসর নেয়ার পর তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি কোচিং প্রোগ্রাম করে স্থানীয় একটি দলে কোচ-পরবর্তী-খেলোয়াড় হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশের ফিরে আবাহনী লিমিটেড ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কৃতি এই ক্রিকেটারের ৪৬ তম জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রইল।


রাইজিংবিডি / আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়