ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আইপিএলে কোচদের বেতন কত!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:০০, ১৯ সেপ্টেম্বর ২০২০
আইপিএলে কোচদের বেতন কত!

কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। এ নিয়ে তৃতীয়বার দেশের বাইরে আইপিএল আয়োজন করছে আয়োজকরা। করোনার কারণে ভারতে হচ্ছে না আইপিএল।
আইপিএল মানেই অর্থের ঝনঝনানি। ক্রিকেটাররা যেমন আইপিএল খেলতে মুখিয়ে থাকেন ঠিক তেমনি সাপোর্টিং স্টাফরাও অপেক্ষায় থাকেন। অনেক হাই প্রোফাইল কোচ আছেন যারা আইপিএলের কারণে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকেন। কারণ একটাই, আইপিএলের কোচদের বেতনও আকাশছোঁয়া।

এবারের আইপিএল শুরুর আগে দেখে নেওয়া যাক, কোন দলের কোচের বেতন কত!

মাহেলা জয়াবর্ধনে

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ। মুম্বাইয়ের হেড কোচের বেতন ২ কোটি ২৫ লাখ রুপি। ২০১৭ সালে মুম্বাইয়ে যোগ দেন মাহেলা। তিন আসরে দুইবার আইপিএলের শিরোপা জিতেছেন এ কোচ। শিরোপা সাফল্যে জয়াবর্ধনে এগিয়ে থাকলেও আয়ের দিক থেকে পিছিয়ে।

ট্রেভর বেইলিস

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিস এবার সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নিয়েছেন। প্রথমবার আইপিএলে যুক্ত হয়েছেন তিনি। হায়দরাবাদের চ্যাম্পিয়ন কোচ টম মুডির স্থলাভিষিক্ত হয়েছেন বেইলিস। জয়াবর্ধনের মতো বেইলিসেরও বেতন ২ কোটি ২৫ লাখ রুপি। এর আগে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন বেইলিস। এ সময়ে ২০১২ এবং ২০১৪ সালে কলকাতার হয়ে শিরোপা জিতেছেন। এরপর ইংল্যান্ড ক্রিকেট দলের জাতীয় নেন তিনি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সেখানেই ছিলেন। ক্রিকেটের জনকদের তিনিই দেন প্রথম বিশ্বকাপের স্বাদ।

অ্যান্ডু ম্যাকডোনাল্ড

অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে এবার আইপিএলে যুক্ত হয়েছে। তার বেতন ৩ কোটি ৪০ লাখ রুপি। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ ও সহকারী কোচের দায়িত্বে ছিলেন ম্যাকডোনাল্ড। পাশাপাশি অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচও ছিলেন তিনি। ২০০৮ সালে আইপিএলের শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। এরপর এগার আসরে ফাইনাল খেলা হয়নি দলটির।

ব্রেন্ডন ম্যাককালাম

আইপিএল প্রথমবার কোচের ভূমিকায় নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তাকে কলকাতা নাইট রাইট রাইডার্সের দায়িত্ব দেয়া হয়েছে। বেতন পাবেন ৩ কোটি ৪০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। বলিউড সুপারস্টারের একটি দল রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও। সেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের দায়িত্ব পালন করেছেন ম্যাককালাম। এবার সেই দলটি জিতেছে সিপিএল। এবার ম্যাককালাম কলকাতাকে আইপিএলের শিরোপা জেতাতে পারেন কিনা দেখার।

রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে আছেন। ২০১৮ সাল থেকেই দলটির দায়িত্বে তিনি। শেষ কয়েক বছরের তুলনায় দিল্লি গত আসরে তার অধীনে ভালো পারফর্ম করেছে। তিনে থেকে গত আসর শেষ করেছিল দিল্লি। এবারও তাদের থেকে বড় কিছুর প্রত্যাশায় সমর্থকরা। পন্টিং দিল্লি থেকে বেতন পাবেন ৩ কোটি ৪০ লাখ রুপি।

স্টিফেন ফ্লেমিং

আইপিএলের অন্যতম সফল কোচ স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংসের হেড কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করছেন ফ্লেমিং। ২০০৯ সাল থেকে তিনবার আইপিএল জিতেছেন ফ্লেমিং। দুইবার জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফি। আইপিএলের যতবার চেন্নাই খেলেছে ততবারই শেষ চারে উঠেছে। এজন্য ফ্লেমিংয়ের বিশাল অবদান।তার পারিশ্রমিক ৩ কোটি ৪০ লাখ রুপি।

সাইমন ক্যাটিচ

অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচের পারিশ্রমিক ৪ কোটি রুপি। ভারতের অধিনায়ক বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ক্যাটিচের কাঁধে দলের দায়িত্ব দিয়েছে। ২০১৯ সাল বেশ বাজে কেটেছিল বেঙ্গালুরুর। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে লিগ শেষ করেছিল। দলের বাজে পারফরম্যান্সে চাকরি হারান গ্যারি কারস্টেন। নতুন করে দায়িত্ব পান ক্যাটিচ। বিশাল পারিশ্রমিকে বড় স্বপ্ন নিয়ে ক্যাটিচ নিয়োগ পেয়েছেন। দেখার বিষয় প্রত্যাশা মেটাতে পারেন কিনা এ অস্ট্রেলিয়ান।

অনিল কুম্বলে

ভারতের সাবেক ক্রিকেটার, কোচ অনিল কুম্বলে কিংস ইলাভেন পাঞ্জাবের দায়িত্ব পেয়েছেন। বলা হচ্ছে আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল কোচ হিসেবে। ৪ কোটি রুপিরও বেশি পারশ্রমিক পাচ্ছেন তিনি। গত বছর পাঞ্জাবের ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন কুম্বলে। গত অক্টোবরে তার কাঁধে আসে কোচিংয়ের দায়িত্ব।  পাশাপাশি আইপিএলে একমাত্র ভারতীয় কোচ হিসেবে কুম্বলে কাজ করছেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়