ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উন্নতির শেষ নেই, হতে হবে বিশ্বমানের: তাসকিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০
উন্নতির শেষ নেই, হতে হবে বিশ্বমানের: তাসকিন

দুইধাপ রান আপ কমিয়েছেন। তাতে বেড়েছে দৌড়ের গতি। শুধু দৌড়ের গতিই বাড়েনি, বোলিংয়ের গতিতেও পেয়েছেন পূর্ণতা। সাথে যুক্ত হয়েছে বাউন্স আর স্পট বোলিং। গত কিছুদিনে তাসকিন আহমেদের বোলিংয়ে ভুগছেন বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই।

লিটনকে কয়েকবার উইকেটের পেছনে তালুবন্দি করিয়েছেন। তামিমকে বাউন্সারে ভয় দেখিয়েছেন। সাথে মুশফিক, মাহমুদউল্লাহকে নড়বড়ে করে দিয়েছেন ২২ গজে। এ দুরন্ত তাসকিনকেই খুঁজছিলেন সবাই। তাসকিন ফিরে পেয়েছেন নিজেকেও। তবে এখানেই থেমে থাকতে চান না। উন্নতির সীমানা পেরিয়ে যেতে চান ডানহাতি পেসার। 

মঙ্গলবার অনুশীলন শেষে তাসকিন বলেন, ‘ফিটনেসে আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে উন্নতির তো শেষ নেই। বিশ্বমানের হতে হলে, আরও ধারাবাহিক হতে হলে কঠোর পরিশ্রম সবসময় করে যেতে হবে। আসলে এখনই শেষ নয়। সামনে আরও ভালো কিছু হবে, আশা করছি। আমি আমার চেষ্টা, ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব যেন আরও উন্নতি হয় ও ভালো করতে পারি।’

দীর্ঘ লকডাউনে বোলিং নিয়ে কাজ করার সুযোগ ছিল না। তবে থেমে থাকেননি। এ সময়ে ওজন কমানোর পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করেছেন। সেই পরিশ্রম এখন কাজে আসছে বোলিংয়ে।  তাসকিন নিজেও বিশ্বাস করেন দীর্ঘ পরিশ্রমের ফল পাচ্ছেন।  ২৫ বছর বয়সী এ পেসার বলেন,‘আগের থেকে ভালো ছন্দ এসেছে। ভালোও লাগছে। পেস, সিম পজিশন, এসব নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। আগের থেকে উন্নতি হয়েছে। আল্লাহ যদি সুস্থ রাখেন, আগের চেয়ে আরও উন্নতি হবে। গতি, সিম পজিশন, এসব আরও ভালো হবে।’

দীর্ঘদিন ধরে দলের বাইরে তাসকিন। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শেষ টি-টোয়েন্টি খেলেছেন। আগের বছর দক্ষিণ আফ্রিকা সফরে খেলেছেন সবশেষ ওয়ানডে ও টেস্ট। চনমনে তাসকিন জাতীয় দলে ফিরতে মুখিয়ে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করেছেন। আজ পুরোটা সময় দিয়েছেন ব্যাটিংয়ে। ব্যাটিং নিয়ে তাসকিনের একটাই লক্ষ্য,‘ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের ব্যাটিং উন্নতি করতে হবে। অবদান রাখতে পারলে সব সময়ই দলের জন্য ভালো।’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়