ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিটির জালে লিস্টারের পাঁচ গোল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২০
সিটির জালে লিস্টারের পাঁচ গোল

বলা হচ্ছে, পেপ গার্দিওলার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন কেটেছে রোববার! সত্যিই কি তাই? দল যখন পাঁচ গোল হজম করবে তখন কোচের খারাপ দিন যাবে এমনটাই স্বাভাবিক। কোচিং ক্যারিয়ারের ৬৮৬ ম্যাচে প্রথম পাঁচ গোল হজম বলে কথা! এ কষ্ট ভুলবেন কী করে গার্দিওলা। 

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে স্রেফ উড়িয়ে দিয়েছে লিস্টার সিটি। ৫-২ গোলে জয় পেয়েছে অতিথিরা। দলের বিশাল পরাজয়ে খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন গার্দিওলা। সাফ জানিয়েছেন, ‘এভাবে চললে লিগের মাঝপথেই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন।’ ১৭ বছর পর ঘরের মাঠে পাঁচ গোল সিটি খেল পাঁচ গোল।

অথচ ম্যাচের শুরুতে ছিল তাদের আধিপত্য। চতুর্থ মিনিটেই পেয়ে যায় লিড। মৌসুমে প্রথম খেলতে নামা রিয়াদ মাহরেজের শট পোস্টে লেগে জালে জড়ায়। এরপর মুর্হুমুর্হু আক্রমণে একাধিক সুযোগ তৈরি করছিলেন তারা। কিন্তু ফিনিশিংয়ে গড়বড় হচ্ছিল বারবার।

৩৭ মিনিটে ভার্ডির গোলে সমতায় ফেরে অতিথিরা। ডিফেন্ডার কাইল ওয়াকার পেছন থেকে ভার্ডিকে ফাউল করলে পেনাল্টি পায় লিস্টার। ১-১ গোল নিয়ে দুই দল গিয়েছিল বিরতিতে। ফিরেই ভার্ডি চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। ৫৪ মিনিটে সতীর্থ কাসট্যাগেনের বাড়ানো পাসে নিখুঁত ফিনিশ করেন ভার্ডি। তিন মিনিট পর সিটির ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হন। আবার পেনাল্টি পায় লিস্টার। এবারও গোল ইংলিশ ফরোয়ার্ডের।

হ্যাটট্রিক পূরণের পর ধারাবাহিক আক্রমণে সিটির রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিলেন ভার্ডি। তবে নিজে গোল পাননি। সতীর্থ ম্যাডিনসনকে দিয়ে ৭৭ মিনিটে গোল করান। সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইউরি টিলেম্যানস। রেফারি শেষ বাঁশি বাজানোর দুই মিনিট আগে সফল পেনাল্টিতে গোল করেন বেলজিয়ামের ফুটবলার। এর আগে ৮৪ মিনিটে গোল করে পরাজয়ের ব্যবধান কমান নাথান একে।

পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়া লিস্টার সিটি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিই জিতেছে তারা। অন্যদিকে জয় দিয়ে লিগ শুরু করা ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ম্যাচে পেল পরাজয়ের স্বাদ।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়