ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাবনার চেয়ে অনেক ভালো দল বার্সেলোনা: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২ অক্টোবর ২০২০  
ভাবনার চেয়ে অনেক ভালো দল বার্সেলোনা: কোমান

বার্সেলোনা তাদের নতুন কোচের অধীনে দুর্দান্ত শুরু করেছে। কোচ রোনাল্ড কোমানের বিশ্বাস, অন্যদের কাছে অবমূল্যায়নের জবাব দিতে শুরু করেছে কাতালান জায়ান্টরা।

বৃহস্পতিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে সহজে জিতেছে বার্সেলোনা। কিন্তু পথটা মসৃণ ছিল না। পুরো দ্বিতীয়ার্ধ তারা খেলেছে একজন কম নিয়ে। তাছাড়া গত পাঁচ বছর ধরে বার্সার কাছে সেল্তার মাঠ বালাইদোস ছিল অজেয়। সব হিসাব পাল্টে দিয়ে ৩-০ গোলে জিতেছে কাতালানরা। ম্যাচ শেষে কোমান জোর গলায় সমালোচকদের বলে দিয়েছেন, লোকে যা ভাবে তার চেয়েও অনেক ভালো দল বার্সেলোনা।

দুই ম্যাচে তৃতীয় গোলে আনসু ফাতি এদিন বার্সাকে এগিয়ে দেন। ৪২ মিনিটে ক্লেমেন্ত লংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল আরও দুই গোল দেয়। তাতে কোমানের অধীনে প্রাক-মৌসুমের তিন প্রস্তুতি ম্যাচই জেতা বার্সা লা লিগায় প্রথম দুই ম্যাচেও শতভাগ সাফল্য ধরে রাখলো।

গত মৌসুম বার্সা শেষ করেছিল কোনও ট্রফি ছাড়াই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারার পর তাদের খ্যাতিতে কলঙ্কের দাগ লেগেছিল। কিন্তু কোমান বলেছিলেন, তার দল প্রত্যাশার চেয়েও ভালো করার সামর্থ্য রাখে।

টানা দ্বিতীয় লিগ ম্যাচ জেতার পর কোমান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা দারুণ করেছি, আমি খুব গর্বিত। একজন খেলোয়াড় কম নিয়েও আমরা শৃঙ্খলাপূর্ণভাবে খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। আমি খুব খুশি।’

বিরতির সময় কোমান খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, ‘বিরতির সময় দলের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পদ্ধতি সম্পর্কে। শেষ পর্যন্ত ফলটা হয়েছে দারুণ।’ 

ন্যু ক্যাম্পে আসার পর থেকে খেলোয়াড়দের উদ্দীপনা দেখতে পেয়েছেন ডাচ কোচ, ‘গত বছর কী হয়েছিল আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রথম দিন থেকে আমি খেলোয়াড়দের খুব ক্ষুধার্ত দেখেছি। তারা অনেক তীব্রতা নিয়ে অনুশীলন করেছে, যা তাদের খেলাতেও দেখা গেছে। আজ শেষ সেকেন্ড পর্যন্ত তারা লড়াই করেছে, একটি কঠিন মাঠে।’

বার্সেলোনাকে যেভাবে খাটো করে দেখা হচ্ছে তাতে ক্ষুব্ধ কোমান। এই দল বিকশিত হতে শুরু করেছে বিশ্বাস তার, ‘যে কোনও কোচের মতো আমারও সময় প্রয়োজন। কিন্তু আপনারা যা ভাবেন তার চেয়েও অনেক ভালো এই দল। আমাদের ছয় পয়েন্ট, গোল করেছি সাতটি এবং কোনও গোল খাইনি। এটাই প্রমাণ করছে যে আমরা বিকশিত হচ্ছি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়